করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রবাসী ভাই-বোনেরা। অনেকে সংক্রমিত হয়েছে এবং শতাধিক বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন । যারা সংক্রমিত হয়েছে এবং যারা হয়নি তাদের সবার জরুরী ভিত্তিতে সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছে দাবী জানানোর আগে আমাদের জানতে হবে করোনার কারণে আমাদের প্রবাসীরা কি ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা, এশিয়া প্যাসিফিক মিশন ফর মাইগ্রান্ট এবং ফিল্মস ফর পিস ফাউন্ডেশন যৌথভাবে মধ্যপ্রাচ্যেসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবস্থা সম্পর্কে জানতে চাই। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের সরকারের কাছে আপনাদের দেওয়া তথ্য ব্যবহার করে প্রমাণসহ এডভোকেসী করার জন্য এই তথ্য খুবই গুরত্বপূর্ণ। এই তথ্য এর মাধ্যমে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবং সাহায্য প্রয়োজন তা সরকারকে জানাবো এবং আপনাদেরকে সহযোগিতার জন্য উভয় দেশের সরকার এর কাছে আবেদন করব। প্রবাসীদের কাছে অনুরোধ, আপনাদের সমস্যার কথা আমাদের কে জানান। আসুন সবাই মিলে সরকারের কাছে দাবী করি। প্রবাসী বাঁচলে, বাংলাদেশ বাঁচবে ।

আমরা আপনাকে বলতে চাই আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে। আপনারা যদি APMM এবং ফিল্মস ফর পিস সম্পর্কে আরো তথ্য জানতে চান, আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ইমেইল করুন apmigrants@gmail.com, info@films4peace.org

Question Title

* 1. আপনি কি বাংলাদেশী প্রবাসী

T